আমার মনের কল্পনায় শেখ রাসেল’র জন্মদিনে বঙ্গবন্ধু-বঙ্গমাতা
হয়তো সেদিন………….
বাবলু মোস্তাফিজ ।
আজকের এই দিনে জন্ম নেয়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার হৃদয় জুড়ে থাকা স্নেহ, মায়া, মমতা, ভালবাসাভরা প্রিয় সন্তান।
বঙ্গবন্ধু’র হৃদয় ও বঙ্গমাতার কোলজুড়ে জন্ম নেয় এক ফুটফুটে কনিষ্ঠ পুত্র সন্তান শেখ রাসেল।
সেদিন সদ্য ভূমিষ্ঠ শেখ রাসেল কে প্রথম দেখায়,
বঙ্গবন্ধু মুখে একরাশ মিষ্টি হাসি নিয়ে পরম আদুরে কন্ঠে বঙ্গমাতার কোলে থাকা শেখ রাসেল’র দিকে তাকিয়ে ‘হয়তো’ সেদিন বঙ্গমাতা কে বলেছিল; দেখো- দেখো ও যেন ঠিক আমার মতনই হয়েছে। বঙ্গমাতা তেমনি ছোট্র মিষ্টি রাজপুত্র শেখ রাসেলের দিকে একবার তাকিয়েই মোলায়েম, মিষ্টি কন্ঠে ‘হয়তো’ সেদিন বলেছিলো তুমি ঠিকই বলেছ ও তোমার মতনই হয়েছে। ওর চোখ, নাক, মুখ… দেখো-দেখো আমাদের প্রিয় রাজপুত্রের কপালটা তোমারই মতনই হয়েছে। ও যখন বড় হবে তখন অবিকল তোমার মতনই দেখতে হবে। বঙ্গবন্ধু তার ছোট্ট প্রিয় রাজপুত্রের দিকে এক পলক তাকিয়ে, সঙ্গে সঙ্গে ‘হয়তো’ সেদিন বলে উঠেছিল না-না ও তোমার মতনই হয়েছে। মায়েরই ছাপ পেয়েছে, বলে হা…হা.. করে পরম তৃপ্তিভরা হাসি দিয়ে হেসে উঠে ছিল। ‘হয়তো’ সেদিন।
এ হাসি বাবা হওয়ার বিশেষ অনুভূতিময় হাসি, এমন হাসি যেন সন্তানের জন্মের দিনই হাসা যায়। বঙ্গবন্ধু এমন হাসি ‘হয়তো’ হেসে ছিল সেদিন। প্রিয় সন্তানের জন্মদিনে।
হাসি মুখে ‘হয়তো’ সেদিন বঙ্গবন্ধু বঙ্গমাতা কে বলেছিল ওর চোখ তোমার আর ওর বড় বুবু’র মতনই হয়েছে। বঙ্গমাতা পরম মমতাভরা চোখ দুটো ছোট্ট প্রিয় রাজপুত্রের দিকে চোখ রেখে ‘হয়তো’ সেদিন বলেছিল হুম ও আমাদের মতন হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুজনই রাজপুত্র ছোট্ট মিষ্টি শেখ রাসেলের দিকে তাকিয়ে সমস্বরে ‘হয়তো’ সেদিন বলেছিল ও আমাদের সবার মতন হয়েছে। এর পরেই, ‘হয়তো’ সেদিন ছোট্ট মিষ্টি বাবুটা আমাদের প্রিয় শেখ রাসেল’র সাথে বঙ্গবন্ধু “বাবা-ছেলে দুজনেই” খেলায় মেতে উঠেছিলো। হয়তো সেদিন। হয়তো সেদিন। হয়তোবা সেদি….।
আজ ১৮ ই অক্টোবর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম শুভ জন্মদিনে বিনম্র শ্রদ্ধা