মিরপুরে আব্দুর রাফেত বিশ্বাস কলেজের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
বাবলু মোস্তাফিজ
দেশে কোন রাজনীতিক-সাংবিধানিক সংকট নাই সুতরাং মধ্যবর্তী নির্বাচনের দাবিটা অবান্তর বটে—— হাসানুল হক ইনু এমপি
জাসদ সভাপতি,সাবেক সফল তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া ২ (ভেড়ামারা – মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাসানুল হক ইনু বলেছেন, দেশে কোন রাজনীতিক-সাংবিধানিক সংকট নাই সুতরাং মধ্যবর্তী নির্বাচনের দাবিটা অবান্তর বটে, তাই এই মূহুর্তে সামাজিক ও অর্থনীতিক সমস্যার দিকে গুরুত্ব দেয়া দরকার বলে মন্তব্য করেছেন হাসানুল হক ইনু এমপি।
তিনি আজ রোববার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বে-সরককারি কলেজ সমুহের উন্নয়ন আই. সি টি সুবিধাসহ শীর্ষক প্রকল্পের আওতায় আব্দুর রাফেত বিশ্বাস কলেজের চার তলা বিশিষ্ট ভবন দুই কোটি ষোল লক্ষ টাকা ব্যায়ে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়,জেলা জাসদের কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু,মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের প্রকৌশলী,শিক্ষা কর্মকর্তা ও অত্র কলেজের শিক্ষকবৃন্দ সহ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।