চুয়াডাঙ্গা দামুড়হুদায় ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বি.এস.এফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
মিজানুর রহমান
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলায় ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বি.এস.এফ) এর গুলিতে এক যুবক বাংলাদেশর নাগরিক নিহত হয়েছেন। গত ১৮/১০/২০২০ রোজ রবিবার আনুমানিক ভোর সাড়ে চারটা-দিকে ঠাকুরপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবক অহিদুল হক (২০) ভারতীয় সীমানার মধ্য পড়ে আছে বলে জানা গেছে। নিহত অহিদুল হক একই এলাকার বাসীন্দা সেই সাথে আরও যানা যায় গত রবিবার আনুমানিক ভোর সাড়ে চারটার সময় একদল চোরাকারবারি দামুড়হুদা সীমান্তে টাকুরপুর ৮৮-৮৯ মেইন পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।
এই সময়ে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার লিঙ্গের পোতা বি.এস.এফ এর জোযানরা তাদের লক্ষ করিয়া গুলি ছোড়ে এতে গুলিবিদ্ধ হয়ে অহিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন ও অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে চলে আসে।
চুয়াডাঙ্গা- ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান এ ঘটনার সত্যতা শিকার করে বলেন,
অহিদুল পেশায় রাজমিস্ত্রি। সে গত ১৮/১০/২০২০ রোজ রবিবার ভোরে ভারতে গরু আনতে গিয়েছিলেন। রবিবার সকালে তার পরিবারের পক্ষ থেকে বিজিবির কাছে অভিযোগ করলে তাৎক্ষণিক ভাবে বি.এস.এফ এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিহতের লাশ ফেরত চেয়ে বি.এস.এফ এর কাছে চিটি দেওয়া হবে বলেও জানান কর্নেল খালিকুজ্জামান।