মা ইলিশ রক্ষায় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো সোহেল মারুফ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এর অভিযান ২ জনের কারাদণ্ড।
মো রেজাউর রহমান তনু :- প্রজনন মৌসুমের জন্য ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ।এছাড়াও ইলিশের ক্রয়,বিক্রয়, পরিবহন, ও মজুদকরন ও নিষিদ্ধ । কিন্তু কিছু অসাধু জেলে মা ইলিশ ধরা থেকে পিছুপা হয় না।
তারই প্রেক্ষিতে ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মো. সোহেল মারুফ ২০ অক্টোবর রাত ৮.৩০ ঘটিকায় মা ইলিশ রক্ষা অভিযান চালান। অভিযান চালিয়ে প্রায় ৫০০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করেন এবং তাৎক্ষণিক পুড়িয়ে দেন। এছাড়াও কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর ফকিরাবাদ গ্রামের হানিফ(৪৫) ও রবিউল (৪২) কে ৫ ( পাঁচ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ভেড়ামারা থানার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও সোহেল মারুফ বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান চলমান থাকবে।