চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ এক যুবক আটক।
মিজানুর রহমান
চুয়াডাঙ্গার সু-যোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এস.আই আহসানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আজ ৩০/১/২০২০ রোজ শুক্রবার সকালে ৯টার সময় ভালাইপুর মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি রেজিষ্ট্রেশন বিহীন কালো রংয়ের ভিক্টর- আর ১০০ সিসি মোটর সাইকেল সহ গাড়ীর চালক জামাল উদ্দিন কে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার করতে সক্ষম হয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃত জামাল উদ্দিন আলমডাঙ্গা উপজেলার হারর্দী গ্রামের নুরুল হকের ছেলে। বর্তমান জামাল উদ্দিনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।