বাল্য বিয়ে নিয়ে নাটক, লুকোচুরি!
কনের বাবা ও বরের কারাদন্ড ও ফুপুর অর্থদণ্ড ।
বাবলু মোস্তাফিজ ।
ভেড়ামারার সাতবাড়িয়ার মন্ডলপাড়ার ৮ম শ্রেণির ছাত্রী তারিন(১৪)কে বিয়ে দেয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক মেয়ের বাবা তারিফ (৪১) পিতা মেজবান মন্ডলকে ৬( ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে জুনিয়াদহ ইউনিয়নের প্রবাসী আহাদুর রশিদ (২২) পিতা এনামুর রশিদ বুলবুলকে একই আইনে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা ও বাল্য বিবাহে সহায়তা করার দায়ে একই আইনে মেয়ের ফুপু হানুকা খাতুনকে কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ হলো খবর।
কিন্তু এ বিয়ে নিয়ে দিন ভর লুকোচুরি ও নাটকের আশ্রয় নিয়েছে বিয়ে বাড়ির সবাই।
কিন্তু শেষ রক্ষা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন,
প্রথমে তাদেরকে সতর্ক করা হয়েছিলো , এছাড়া তারা প্রাপ্তবয়স্ক এক মেয়েকে কনে সাজিয়ে প্রথমে উপস্থাপন করে।
পরবর্তীতে পুনরায় অভিযানে গেলে শাম্মি নামের আরেকটি মেয়েকে কনে সাজিয়ে রাখে আমাদের কাছে নিজেকে কনে তারিন হিসেবে স্বীকারোক্তি দেয়।
পরে তাদেরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য পাওয়া যায়।
এদিকে মেয়ের বাবা, কনে ও বিয়ের বরকে হাজির করা হয়। তারা জানায়, সচেতনভাবে তারা নির্বাহী কর্মকর্তা কে বিভ্রান্ত করেছে এ ঘটনা ভিন্নখাতে উপস্থাপন করার জন্য।
কনে শাম্মি ৮ম শ্রেণির ছাত্রী,
সে জানায় তার বাবা মা, তারিনের বাবা মা তাকে বাধ্য করেছে মিথ্যা কথা বলতে ও নিজেকে ভুয়া কনে তারিন হিসেবে নিজেকে উপস্থাপন করতে।