ভেড়ামারার জগৎ জননী মাতৃমন্দিরের কমিটির অভ্যন্তরে- [এক]
সঞ্চয় সমিতির আড়ালে ভেড়ামারায় কার্তিক কুন্ডু’র অবৈধ সুদের কারবার বন্ধে প্রশাসন নিরব কেন?
জনমনে ব্যাপক ক্ষোভ
ভেড়ামারার শ্রীশ্রী জগৎ জননী মাতৃমন্দির ও পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক, আলোচিত-সমালোচিত ও বহুল বিতর্কিত সুদের কারবারি কার্তিক কুন্ডু পরিচালিত “জনপ্রিয় সঞ্চয় সমিতি”র অবৈধ কার্যক্রম নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক উদ্বেগ, কৌতুহল আর প্রশ্নের জন্ম দিচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সরকারি কোন পর্যায়ের আর্থিক প্রতিষ্ঠানের ন্যুনতম অনুমোদন ছাড়াই ভেড়ামারা রথপাড়ার কার্তিক কুন্ডু দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে ভেড়ামারা শহরসহ পার্শ্ববর্তী এলাকায় সঞ্চয় সমিতির নামে লাগামহীন ভাবে সুদের কারবার পরিচালনা করে আসছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে দীর্ঘ দিন ধরে অবৈধ এই কার্যক্রম চললেও কোন কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শতভাগ অবৈধ এই ব্যবসা বন্ধে উদ্যোগী হননি, সেটা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে। কার্তিক কুন্ডুর অবৈধ এই সুদের কারবারে জড়িত গুটিকয়েক সুবিধাভোগী মদদদাতাদের চিহ্নিত করে কার্তিক কুন্ডুসহ তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক কঠোর আইনানুগ ব্যবস্থা গৃহিত না হলে কার্তিক কুন্ডু’র সুদের ফাঁদ ও জিম্মিদশা থেকে স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসায়ীদের নিস্কৃতি মিলবে না। কেননা, কার্তিক কুন্ডুর সুদের কারবারের বলি হয়ে ইতোমধ্যেই অসংখ্য ব্যবসায়ী তাদের পূঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পথে বসেছে। আর এই কালো টাকার প্রভাবেই কার্তিক কুন্ডু ভেড়ামারার জগৎ জননী মাতৃমন্দিরে নিজের আধিপত্যের শিঁকড় বিস্তৃত করার প্রয়াস চালিয়ে আসছে।
চলমান থাকবে……