কুমারখালীতে জাসদের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা
মোঃ সবুজ হোসেন ঃ
কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা হয়েছে।
(৩১অক্টোবর)শনিবার সকাল ১০ টায় কুষ্টিয়ার কুমারখালী গড়াই কমপ্লেক্সে ৩য় তলায় জাসদ অফিস কার্যালয়ে এ আলোচনা সভা হয়।আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কুমারখালী উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস।
উপজেলা সহ-সভাপতি আশরাফুল হক সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা সহ সভাপতি মোঃ আবু সালেক ছবি, ইমরান মাহমুদ শিমুল যুগ্ন সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা, মোঃ মিজানুর রহমান সভাপতি খোকসা উপজেলা, সাইদুল ইসলাম (রুবেল) সাধারণ সম্পাদক খোকসা উপজেলা,মজিবর রহমান সাধারণ সম্পাদক কুমারখালী পৌর, কামরুজ্জামান কামাল যুগ্ন সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা, মহাম্মদ আলী (মহব্বত) সাংগঠনিক সম্পাদক কুমারখালী উপজেলা, কামাল উদ্দিন যুগ্ন সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা ও এস এম জামান প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কুমারখালী উপজেলা শাখা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালে সাধারণ মানুষের প্রয়োজনে জাসদ প্রতিষ্ঠিত হয়। দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখতে বলা হয়েছে।