কুষ্টিয়ায় পুলিশিং ডে পালিত
কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে।
সাজ্জাদ হোসেন সেতু
শনিবার (৩১ অক্টোবর) সকালে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। পরে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে জেলা পুলিশ কার্যালয়ে কেক কাটা হয়। পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ কৃতকার্য ব্যক্তিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার তানভীর আরাফাত।
এ সময় জেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম আতিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।