বাহিরচর ইউনিয়নের ১২ মাইল থেকে জাসদ’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আবু হাসানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান।
মাসুদ রানা
ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকজমক পুর্ন ভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। শনিবার বিকালে জাসদের ভেড়ামারা বাস্টান্ডে বিশাল সমাবেশে বাহিরচর ইউনিয়ন জাসদের উদ্যোগে ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক আবু হাসান আবু’র নেতৃত্বে একটি বিশাল মিছিল ঢাক-ঢোল বাদ্যযন্ত বাজিয়ে, ব্যানার-ফেস্টুন, পতাকা নিয়ে শ্লোগান-শ্লোগানে মুখরিত করে সমাবেশ স্থলে যোগদান করেন।
মিছিলে অংশ গ্রহন করেন জাসদ নেতা মকলেছুর রহমান,আবুল হাসান, রফিকুল ইলাম,মতিয়ার রহমান,টিক্কা মুন্সী,রেজাউল মুন্সী, আব্দুস সালাম,সখি মালিথা,তারিকুর রহমান তারিক, গিয়াস উদ্দিন, রাশিদুল ইসলাম,প্রমুখঃ।