চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশের অভিযানে ব্যাটারি চালিত পাখী ভ্যানসহ ৩জন ছিনতাই কারী আটক।
। মিজানুর রহমান ।
চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশের অভিযানে ব্যাটারি চালিত পাখী ভ্যানসহ ৩জন চোরকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার সু-যোগ্য পুলিশ সুপার জনাবঃ মোঃ জাহিদুল ইসলামের নির্দেশনায় দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে গত ৩০/১০/২০২০ রোজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পাখী ভ্যানসহ ৩চোর কে আটক করেছে দর্শনা থানা পুলিশ। আটককৃত আসামীরা হলেন ১। সুতুলিয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে উজ্বল মিয়া (২২) বর্তমান সাং গোবিন্দপুর মাঝের পাড়া, ২। জাহাঙ্গীর আলম(৪১) পিতাঃ মৃত আবুল কাসেম মুন্সী, ৩। রহমত আলী (৫০) পিতা মৃত জিন্নাত আলী তালুকদার সর্ব সাং থানা+ জেলা ঝিনাইদহ উপরোক্ত আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত পাখী ভ্যান উদ্ধার করা হয়। আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ১নং আসামী উজ্বল মিয়াকে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।