উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বানাত আলী’র মৃত্যুতে এড.তৌহিদুল ইসলাম আলম ও বিএনপির নেতৃবৃন্দের শোক;
কুষ্টিয়া অফিস
ভেড়ামারা বিএনপির প্রতিষ্ঠাতা নেতাদের অন্যতম ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মানিত সহ-সভাপতি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বাহাদুরপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান প্রবীণ জননেতা বানাত আলী আজ বুধবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তার মৃত্যুতে বাহাদুরপুর ইউনিয়নসহ ভেড়ামারা উপজেলা বিএনপি নেতা কর্মীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, কুষ্টিয়া বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলার সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড.তৌহিদুল ইসলাম আলম বলেন, ভেড়ামারা বিএনপির নেতা-কর্মীরা একজন ত্যাগী একনিষ্ঠ গণতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শের মূর্তপ্রতীক ও অভিভাবক হারালো।
ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি। এবং শোকাহত পরিবার ও তার আত্নার মাগফেরাত কামনা করছি।