জীবননগর থানা পুলিশের হাতে দীর্ঘদিন যাবৎ ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী করিম গ্রেফতার।
মিজানুর রহমান
চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাবঃ মোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় অদ্য ০৫/১১/২০২০ রোজ বৃহস্পতিবার জীবননগর থানায় কর্মরত এ.এস.আই মোঃ মিজানূর রহমান সঙ্গীয় ফোর্সের সহতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০ঘটিকার সময় জীবননগর পুরাতন ডাকবাংলা হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন ফকিরের ছেলে করিম ফঁকির সে বর্তমান মনোহরপুর আবাসন প্রকল্পের ১৩নং ব্রাকের ৫নং রুমের বাসিন্দা। সে দীর্ঘ প্রায় ৮বছর গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে কুষ্টিয়ায় বসবাস করতেন। কিন্তু পূর্বে বিজ্ঞ আদালত হইতে গ্রেফতারী পরোয়ানা জারী করে। যার মামলা নং দায়রা ৩৫২/১৩ ওয়ারেন্ট মাথায় নিয়ে পলাতক ছিলেন। কিন্তু পলাতক থেকেও শেষ রক্ষা হলো না। কারণ আইনের উর্ধে কেউ নাই, আইন আইনের গতিতেই চলবে। শেষ পর্যন্ত জীবননগর থানার কর্মরত এ.এস.আই মিজানূর রহমানের কাছে গ্রেফতার হলেন করিম ফঁকির । জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছ।