চুয়াডাঙ্গা জীবননগরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত।
মিজানুর রহমান
জাতীর জনক বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন পথিপাদ্যকে সামনে রেখে সমগ্র বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জীবননগরে ৪৯তম জাতীয় সমবায় দপ্তরের আয়োজনে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজীঃ মোঃ হাফিজুর রহমান হাফিজ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা (লকি) এবং জীবননগর উপজেলার সমবায় অফিসার মোঃ মোতাহার হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভার শেষে সমবায় সমিতির পরিচালকের হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। আলোচনা সভাটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদুর রহমান।