চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল সহ দুই জন গ্রেফতার।
মিজানুর রহমান
চুয়াডাঙ্গা দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাবঃ মোঃ মাহাবুবুর রহমানের নির্দেশনায় গত ০৯/১১/২০২০ সোমবার আনুমানিক সকাল সাড়ে সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জাকির ও এ.এস.আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মদনাগ্রামে অভিযান পরিচালনা করেন। এই সময় দর্শনা থানাধীন মদনা গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ছানোয়ারের ছেলে সাব্বির হোসেন পাভেল (২২) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের কাছ হইতে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা সহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।