কার্তিক কুন্ডু ও অসীম রায়ের বিরুদ্ধে ভেড়ামারা থানায় জিডিই
ভেড়ামারায় জগৎ জননী মাতৃমন্দিরের বিগত ৫বছরের হিসাব বিবরণী প্রদানের দাবিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিবাদমান দু’পক্ষের মধ্যে সহিংসতা সৃষ্টির আশংকা সৃষ্টি হয়েছে। জগৎ জননী মাতৃমন্দিরের আয়-ব্যয় সংক্রান্ত আলোচিত এই হিসাব বিবরণী প্রদানের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের সময় নন্দলাল কুন্ডুকে মারধোরসহ মহাদেব কুন্ডুকে লাঞ্ছিত করার অভিযোগে মহাদেব কুন্ডুর দায়েরকৃত অভিযোগ জিডিই হিসেবে গ্রহন করেছে ভেড়ামারা থানা (জিডিই নং-৪৫০, তারিখঃ ১১/০৮/২০২০ইং)। দায়েরকৃত জিডিইতে ভেড়ামারার শ্রীশ্রী জগৎ জননী মাতৃমন্দির পরিচালনা পর্ষদ ও উপজেলা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক, বিতর্কিত ও চিহ্নিত সুদের কারবারি কার্তিক কুন্ডু এবং জগৎ জননী মাতৃমন্দির পরিচালনা পর্ষদের (ভারপ্রাপ্ত) সভাপতি অসীম কুমার রায়ের বিরুদ্ধে ৮/৮২০২০ইং তারিখে সংঘটিত হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।।।