দৌলতপুরে হয়রত আলী (রঃ) কে অবমাননাকারী যুবক গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউপির শেরপুর এলাকায় হযরত আলী (রঃ) কে নিয়ে ফেসবুকে অশালীন পোষ্ট দেয়ায় জীবন ওয়াহিদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। সে শেরপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।
জানাযায়, শনিবার বেলা ১২ টার দিকে শেরপুর জোড়া মসজিদ এলাকায় জীবন ওয়াহিদ ওরফে জীবন হযরত আলী (রঃ) সম্পর্কে অশালীন ও কুরুচীপুর্ণ পোষ্ট দিয়ে স্থানীয় মুসল্লীদের তা দেখান। এতে স্থানীয় মুসল্লীগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জীবন ওয়াহিদ কে ধরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।