ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় কুমারখালীতে আনন্দ উল্লাস
সবুজ হোসেন কুমারখালি প্রতিনিধী
কুষ্টিয়া ৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত করায় কুমারখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। এসময় তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
গত শনিবার (১৪ নভেম্বর২০২০) বিকেলে এমপি সেলিম আলতাফ জর্জ যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত করার খবর জেলায় এসে পৌঁছালে নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব শুরু হয়।
সন্ধ্যায় কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ হারুন আয়োজনে কুমারখালী শহরের আনন্দ মিছিল করা হয়। মিছিলটি এমপি র অফিসে সামনে গিয়ে শেষ হয়। এসময় কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ হারুন, রবিউল আওয়াল সহ-সভাপতি, এস এম রফিক সহ-সভাপতি, মনোয়ার হোসেন দপ্তরসম্পাদক উপজেলা শাখা, তরিকুল ইসলাম তরুণ যুগ্ন সাধারণ সম্পাদক, ইব্রাহিম কাজল সাংগঠনিক সম্পাদক, তুহিন শেখ পৌর কাউন্সিলর, সিরাজুল ইসলাম ভুট্টো স্বেচ্ছাসেবক কুমারখালী উপজেলা শাখা, কাজু আহমেদ সদস্য, নয়ন বিশ্বাস সদস্য, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।