জীবননগর উথলী সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে ফিল্ম স্টাইলে ডাকাতি।
চুয়াডাঙ্গা জীবননগর থানাধীন উথলী ইউনিয়নে উথলী বাজারে আজ ১৫/১১/২০২০ রোজ রবিবার সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে ফিল্ম স্টাইলে ব্যাংকারদের অস্ত্রের মুখে জিম্মি করে নয় লক্ষ টাকা ডাকাতি করে চলে গেছে দূরবিত্তরা। উথলী সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মোঃ আবুবক্কর সিদ্দিক জানান আজ ১৫/১১/২০২০ রোজ রবিবার দুপুর ১টার সময় তিন জন হেলমেট পরে প্রথমে গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে ব্যাংকের গেট বন্ধ করে গার্ডদের অস্ত্ররের মুখে জিম্মি করে ও ব্যাংকারদের মাথায় অস্ত্র ঠেকিয়ে সকল ব্যাংকারদের মোবাইল ফোন জমা নিয়ে ব্যাংক থেকে নয় লক্ষ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে তিন জন ডাকাত।
দুপুরে উথলী বাজারে লোকজন কম থাকায় কাওকে ধরা সক্ষম হয়নি। পরে খবর পেয়ে দ্রুততম জীবননগর থানার কর্মরত অফিসার ইনচার্জ জনাবঃমোঃ সাইফুল ইসলাম ফোর্সসহ ঘটণাস্থলে পৌছান ও উথলী বাসষ্ট্যান্ডে অবস্থিত বিজিবির পক্ষ থেকেও একটি দলসহ জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজীঃ মোঃ হাফিজুর রহমান ঘটণাস্থল পরিদর্শন করেন। এবং জীবননগর উপজেলা নির্বাহী অফিসার জনাবঃ মোঃ মুনিম লিংকন ঘটণাস্থলে গিয়ে পরিদর্শন করেন।