মলার বিলের জলাবদ্ধতা নিরসনে খালের মুখ পরিষ্কার
আসানুল বাবু
অদ্য মোকারিমপুর ইউনিয়নের মলার বিলের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় মেম্বারকে সাথে নিয়ে খালের মুখ পরিষ্কার করা হয়। বানা, জাল,বাঁশ,গাছের ডাল ও পানা দিয়ে বন্ধ ছিল খালের মুখ। স্থানীয় কিছু ভুক্তভোগী কৃষক এ পরিষ্কার কাজে সহায়তা করেন।
ইতোমধ্যে জেলা প্রশাসক,কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, মিরপুর,মিরপুর অংশে পানির অবাধ চলাচল নিশ্চিত করেছেন।
পরিষ্কার করার পর পানির নিষ্কাশন দ্রুত হচ্ছে দেখা যায়। তবে সম্পূর্ণ ফলাফল পেতে খালের সকল কচুরিপানা পরিষ্কার করতে হবে যা স্থানীয়দেরকেই করতে হবে। কেউ বাধা দিলে উপজেলা প্রশাসন বাধাদানকারীদের আইনের আওতায় আনবে।
মলার বিলের কৃষকদের সহযোগিতা করতে উপজেলা প্রশাসন,ভেড়ামারা বদ্ধপরিকর।