[ভেড়ামারা পৌর ৭নং ওয়ার্ডে আনোয়ারুল কবির টুটুলের নির্বাচনী মতবিনিময় সভা]
“আস্থা, বিশ্বাস, ওয়াদা ভঙ্গ কারীকে ভোটের মাধ্যমে বিতাড়িত করুন।
উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় তারুণ্যের শক্তি টুটুলের প্রতি আস্থা রাখুন।
টুটুল আপনাদের ছেলে, বন্ধু, ভাই পৌরবাসীর সেবক”………আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
“ন্যায় বিচার নিশ্চিত করা সহ ক্ষমতাহীনদের পাশে দাড়িয়ে ক্ষমতাবানদের দখলবাজী, মাস্তানি, হুংকার প্রতিরোধে জনতার ঢাল হয়ে, জনতাকে সাথে নিয়ে অসহায়দের পাশে থাকবো।
এবং সরকারী সাহায্য সহযোগিতা তছরুপ নয়, উন্নয়নের নামে নিজের পকেটে ভরা নয়।
জনগনের আমানত জনতার মাঝে সুষ্ঠ বন্টনে উন্নয়ন ও জনবান্ধব পৌরসভা গঠনে ভুমিকা রাখতে চাই……
…… .মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল।
আজ শনিবার সন্ধ্যার পর ভেড়ামারা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্য বাজার স্বর্ণপট্রি তে চলন্তিকা ক্লাবের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রাধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
বক্তব্য রাখেন, জাসদ উপজেলা যুবজোটের সহ সভাপতি জাসদ মনোনীত পৌরসভার মেয়র পদ প্রার্থী তরুণ তুর্কী
আনোয়ারুল কবির টুটুল।
৭নং ওয়ার্ডের নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়াডের সভাপতি মাসুদ রানা মামুন, সভা পরিচালনা করেন, বাংলাদেশ ছাত্র লীগের ভেড়ামারা উপজেলা শাখার সাবেক সভাপতি
শাহাজামাল শহীদ সোহাগ,
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দীন বাচ্চু, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহামুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল,
এছাড়াও বক্তব্য দেন,
হাজী সাহাজান কবির আসাদুল, সিরাজুল ইসলাম বাদশা, সাজেদুল ইসলাম শাহিন, মুকুল মালিথা, আলহাজ্ব হাজী মানিক, এ্যাড আব্দুল মান্নাফ,
আরও উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল সহ সভাপতি
বাবলু মোস্তাফিজ, বকুল কুমার, মাসুম রানা, দেবনাথ চন্দন, সুলতান,
বাবলু, উত্তম,জিহাদ হোসেন মিঠু, আল আমিন সম্রাট,
ও আরও অনেকে।