কুমারখালী তরুণ মোড়ে মহা সড়কের পাশে বাজার নয় যেন মরণফাঁদ
মোঃ সবুজ হোসেন ঃ
কুমারখালী তরুণ মোড় কুষ্টিয়া- রাজবাড়ী মহা সড়কের পাশে ফুটপাত ও রাস্তা দখল করে প্রতিদিন সকালে বাজার বসাতে। যখন তখন ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। এতে পথচলতি মানুষের দুর্ভোগের পাশাপাশি যান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। কিন্তু বিষয়টির দিকে যেন কোনো দৃষ্টি নেই কর্তৃপক্ষের।
মহা সড়কের পাশে এই সব বাজার বসাতে সাধারণ মানুষ চলাচল চরম বিপদ জনক। এলাকার মাসুদ রানা বলেন প্রতিদিন ভোর রাত থেকে সকাল ৮-৯ পর্যন্ত প্রতিদিন বাজার বসে এখানে। এই বাজারে কাঁচামাল, মাছ বাজার, দুধের বাজার সহ সব কিছুই এখানে বিক্রি হয়। বাজারে আসা ভ্যান, সাইকেলে, অটোরিকশা, মটরবাইক্ ইত্যাদি সহ এখানে শতশত মানুষ জমায়েত হয়! যার কারণে জায়গা স্বল্পতা কারণে বাজারে আসা মানুষ জন, মহা সড়কে উঠে যায়, এর ফলে যখন তখন ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। ভ্যান চালক আসলাম বলেন তরুণ মোড়ে সকালে বাজারের কারণে ছোট -ছোট দুর্ঘটনা প্রায়ই হয়। এই মোড়ে নেই কোন স্পিড ব্রেকার। স্থানীয়রা জানান তরুণ মোড় বাজার বাটিকামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসলে আর কোন সমস্যা হবে না। এই বাজারের জন্য ভোরে র’ দিকে দ্রুতগামি ট্রাক গুলো বেপরোয়া গতিতে চলে, এর ফলে যে কোন মুহুর্তে হতে পারে বড় সরো দূর্ঘটনা। অনতিবিলম্বে তরুণ মোড় থেকে এই বাজার বন্ধ হবে এমনি আশা এলাকাবাসীর।