কুষ্টিয়ায় মাস্ক না পড়ায় ২৭ জনকে জরিমানা
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শত ভাগ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে কুষ্টিয়া জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় ২৭ জন পথচারী ও ব্যবসায়ীকে সচেতন করতে তাদের জরিমানা করা হয়।
এ সময় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে ৩ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন স্যারের নির্দেশনা মোতাবেক মানুষের কল্যাণের স্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সবাইকে করোনা প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন এনডিসি মোঃ তাইফুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের সদস্য।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসকের এ অভিযান অব্যাহত থাকবে বলেও সূত্র জানায়।