আলহাজ্ব ইঞ্জিনিয়ার সরোয়ার সাহেব চলে গেলেন না ফেরার দেশে।
ভেড়ামারার কৃতি সন্তান, মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের মৃত আব্দুল হামিদ খানের তৃতীয় পুত্র ইঞ্জিনিয়র সরোয়ার হোসেন আজ শুক্রবার সন্ধ্যা ৬টার সময় ঢাকা ইমপালস্ হাসপাতালে বক্ষব্যাধি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি মোকারিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, Maycis গার্মেন্টস এর চেয়ারম্যান ও দানবীর ছিলেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী কাল বাদ জোহর দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। গোলাপ নগর মহারাজপুর গোরস্থানে পরবর্তীতে দাফন সম্পন্ন হবে।