কুষ্টিয়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন রোভার স্কাউটস সদস্যরা
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি:-দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কুষ্টিয়া জেলা রোভারের ৬ জন রোভার। রোভার মোঃ সাব্বির হোসেন জয়, মোঃ মেহেদী হাসান, মোঃ সাকিব উদ্দিন, মোঃ রাফিউজ্জামান মিয়া যেজি, সম্রাট মাহমুদ ও খালিদ সাইফুল্লাহ।
কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নে খলিসাদহ গ্রামের দরিদ্র কৃষক মোঃ মনিরুল ইসলাম বাবুর ১বিঘা জমির ধান কাটতে সাহায্য করেন।
রোভার মোঃ সাকিব উদ্দিন জানান যে তার বাড়ির পাশের এক বড় ভাইয়ের বর্তমান এই মহামারির কারনে তার কাজকর্ম বন্ধ সে অর্থিক অসচ্ছলতায় ভুগছে। যার ফলে ধান কাটার জন্য কোন লোক নিতে পারছে না এবং জমিতে ধান গুলি নষ্ট হচ্ছে। কুষ্টিয়া জেলা রোভার এর সদস্যরা এই খবর জানার পরে সাকিব উদ্দিনের বাড়ির পাশের বড় ভাইয়ের ধান কাটতে চলে যায় তার গ্রামে। মাঠে গিয়ে ধান কেটে তার ভাইয়ের মুখে হাসি ফুটিয়ে আসে রোভার সদস্যগন।