জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ আটক দুই ।
চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাবঃমোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় এ.এস.আই আহসান হাবিব ও এ.এস.আই ইমামূলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মুক্তারপুর হইতে দুই কেজি গাঁজা সহ রহমান ও খাদেজা কে আটক করেন।
থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তে গত ৫/১২/২০২০ রোজ শনিবার সকালে আনুমানিক ১১টার সময় মুক্তারপুর হইতে দুই জন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি মনোহরপুর ইউনিয়নের মাধপখালীর মৃত বাকের আলীর ছেলে রহমান ও বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের আলেকের স্ত্রী খাদেজা কে দুই কেজি গাঁজা ও গাঁজা বিক্রির আঠারো হাজার (১৮০০০/-) টাকা সহ গ্রেফতার করেন। এবং গ্রেফতারকৃত আসামি কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।