কুষ্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নির্মানাধীণ ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও ন্যাক্কারজনক এই ভাংচুরে জড়িত দূর্বৃত্তদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার সকালে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের কর্মীবান্ধব সুযোগ্য সাধারণ সম্পাদক ও জননন্দিত পৌরমেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা তাঁর বক্তব্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা পৌর প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, বাহিরচর ইউনিয়ন আওয়ামীণীগের সভাপতি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু,বাহাদুরপু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামিম আহমেদ সহ চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। বিক্ষোভ মিছিল ভেড়ামারা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।