ভেড়ামারা প্রেসক্লাবে রাজবাড়ী সদরের
জননন্দিত চেয়ারম্যান!
|বাবলু মোস্তাফিজ |
রাজবাড়ী সদর
উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও মিডিয়াবান্ধব নেতা
এবং রাজবাড়ী সদর’র গণমানুষের কাছে প্রিয় জনপ্রতিনিধি এ্যাডঃ এমদাদুল হক বিশ্বাস
আজ রোববার রাত ৮টায়
ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক
নেতৃবৃন্দের সাথে
সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,
এছাড়াও দু’চেয়ারম্যানের প্রিয় সহধর্মিণী তাদের সাথে উপস্থিত ছিলেন।
জননন্দিত চেয়ারম্যান এ্যাডঃ এমদাদুল হক বিশ্বাস কে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন।
সাদা মনের এই মানুষটির সাথে সোহার্দ্য পূর্ণ পরিবেশে আলাপনেই সাংবাদিকদের কাছে প্রিয় ব্যত্তিত্বে পরিনত হয়।
সল্প সময়ের আড্ডা ও আলোচনায় তাকে কেন রাজবাড়ী সদরের মানুষ পরপর ৪বার নির্বাচিত করেছেন তা শুধু বোধগম্য হয়ে গেল না, তার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসাও জন্ম নিল।
আগামীদিনে তার সাফল্য কামনা করেন ভেড়ামারা প্রেসক্লাব।
এসময় ভেড়ামারা প্রেসক্লাব’র সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।