বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে
ভেড়ামারা প্রেসক্লাবের বিশাল সমাবেশ ও মানববন্ধনে বক্তারা…..
বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাংচুর করেছে আর যারা এর উস্কানিদাতা সেসকল মৌলবাদী শক্তিদের মূল উৎপাটন করতে হবে।
|বাবলু মোস্তাফিজ|
কুষ্টিয়ায় জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নির্মাণাধীন ভাস্কর্যে সাম্প্রদায়িক গোষ্ঠীর
হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভেড়ামারা প্রেসক্লাবের আয়োজনে বিশাল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ,
উপজেলা চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা,
জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,
কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা বণিক সমিতির সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস,
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জুনিয়াদহ ইউনিয়ন চেয়ারম্যান শওকত আলী, ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আবু দাউদ,
উপস্থিত ছিলেন,ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা,
পৌর মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল, মোকারিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, এড. সাইফুল ইসলাম রানা,
জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বছিরউদ্দিন বাচ্চু,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া,
বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহবায়ক ও মেয়র প্রার্থী সোলাইমান চিশতী, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার মাহবুবুল আলম সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী, শ্রমিকনেতা, শিক্ষার্থী,ব্যবসায়ীসহ নানা শ্রেনীপ্রেশার ও সংগঠনের নেতৃবৃন্দ সকল সাংবাদিক নেতৃবৃন্দ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এবং উপজেলা অনলাইন প্রেসক্লাব, ভেড়ামারা রিপোর্টারস ক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আজকের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন।
এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাংচুর করেছে আর যারা এর উস্কানিদাতা সেসকল মৌলবাদী শক্তিদের এদেশে থেকে বিদায় জানাতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান বক্তারা।