তুমুল আলোচিত তরুণ প্রজন্মের আলো জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী “আলমগীর হোসেন’র মনোনয়ন ফরম জমা”।
আগামী ১৬-ই জানুয়ারী ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের তুমুল আলোচিত
তরুণ প্রজন্মের আলো
জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী “আলমগীর হোসেন” আলোকিত সমাজ গড়ার কারিগর হয়ে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে
আজ বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন’র নিকট থেকে
মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আলমগীর হোসেন ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এলাকায় মধ্যে
আলোড়ন সৃষ্টিকারী আলমগীর হোসেন মানুষের হৃদয় জয় করার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন।
বলা যায় তার দিকে পৌরবাসীর চোখ।