বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: তিন আসামি রিমান্ডে
কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমান আনিচসহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে আসামিদের জেল হাজত থেকে আদালতে আনা হয়। পুলিশ এ মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলো।
কুষ্টিয়া আদালতের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বলেন, তিন আসামিকে সকালে আদালতে হাজির করলে রিমান্ড শুনানি শুরু করে আদালত। বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
কুমারখালী থানা পুলিশ এ মামলায় কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিচ ও তার দুই সহযোগি সবুজ হোসেন ও হৃদয় আহম্মেদকে গ্রেপ্তার করেছে। বাচ্চু নামের একজন পলাতক রয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে কুমারখালী উপজেলার কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তুভিটায় অবস্থিত কয়া মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়।