ফেইসবুকে করুন স্ট্যাটাস দেখে শৈলকুপায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
এইচ এম ইমরান :
ঝিনাইদহের শৈলকুপায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত কম্বল বিতরণ করেছেন শৈলকুপা উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাতলাগাড়ী কওমী মাদ্রাসার ৮০ জন শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় অত্র মাদ্রাসার সকল শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা ছাত্রদের শীতের কাপড়ের অভাবে কষ্টে রাত কাটে শিরোনামে একটি ফেইসবুক স্ট্যাটাস দেখে ইউএনও কম্বল নিয়ে তাদের মাঝে হাজির হন।
প্রধানমন্ত্রীর প্রদত্ত কম্বল হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। পরে কম্বল বিতরণ শেষে ইউএনও এসব শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন।