খুলনা বিভাগের এসএসসি ২০১১ এবং এইসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের জন্য সুখবর।
খুলনা বিভাগেরএসএসসি ২০১১ এবং এইসএসসি ২০১৩ ব্যাচের সকল শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্মে আনাবার জন্য খুলনা বিভাগের পক্ষ থেকে সাংবাদিক মোঃ রেজাউর রহমান তনু , আল-মামুন ,ডা. মোঃ জাকির হোসেন এমবিবিএস, ডা. মোঃ নাজমুস সাকিব এমবিবিএস, মোঃ শাহাদুল্লাহ হোসেন জিকো, ডা. মোঃ আবু রায়হান নিবিড় এমবিবিএস , ডা. অনন্যা সাইদ ইমা এমবিবিএস আহমেদ সালাহ উদ্দিন এদের তত্তাবধানে HSC-2011 & HSC-2013 KHULNA DIVISION নামে একটা গ্রুপ খোলা হয়েছে। তাদের এই গ্রুপটা খোলবার উদ্দেশ্য হচ্ছে খুলনার এসএসসি ২০১১ও এইসএসসি ২০১৩ ব্যাচের বন্ধুদের সবধরনের বিপদে আপদে পাশে থাকা এবং জনগণের কল্যানে কাজ করা আর সেইজন্য ২০১১/২০১৩ ব্যাচের সকল বন্ধুদের তাদের পাশে থাকার জন্য গ্রুপে আমন্ত্রণ জানানো হইলো।
তাদের সহযোগিতা ও তাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য তাদের ফেসবুক গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/223278602569915/?ref=share