পৌর ৯নং ওয়ার্ড
নেই, নেই, আর নেই পৌরসভাকে গড়তে পরিবর্তন দরকার।
সেই পরিবর্তন করতে মশাল মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করুন………. মশালের কান্ডারী
মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল।
মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা, যানজট, টেক্স বৈষম্য, নোংরা আবর্জনাই শুধু দূর করবো তা নয়,
আধুনিক সুবিধা সম্বলিত একটি জনবান্ধব পৌরসভা গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আজ যখন ভোটের মাঠে ঘুরছি তখন চারিদিকে শুনছি
সুশাসন, ন্যায়বিচারের অভাবে অনেকের চাপা কান্নার আওয়াজ।
পৌর কতৃপক্ষের অদক্ষতা অবহেলা অনিয়ম ও অপরিপক্ক সিদ্ধান্তই জন্যই এই দুর্দশা দুর্ভোগ।
পৌরবাসীর প্রতি আমার আহবান, অনুরোধ- ভোটের মাধ্যমে রুখে দিন অন্যায় অবিচারকারীর।
আসুন আমরা সবাই মিলে মশাল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আমাদের পৌরসভাকে মানবতার ও বসবাসযোগ্য আধুনিক পৌরসভা গড়ে তুলি।
আজ সোমবার রাতে ৯নং ওয়ার্ডের মশাল মার্কার নির্বাচনী পরিচালনা অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
মশালের কান্ডারী মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল,
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা,
কৃষি বিষয়ক সম্পাদক বছির উদ্দিন বাচ্চু।
৯নং ওয়ার্ডের সভাপতি
তারিক হাসানের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবেদ আলী, সেলিম রেজা, তরিকুল ইসলাম স্বপন, শহিদুল, পিন্টু, পুলক, স্বাধীন,
একরাম, বিপ্লব, আমিরুল, ইসলাম, আসাদুল, ইয়ামিন খাঁন, মিলন,সাব্বির, রেজা, সুমন আবু বক্কর,তামিম ইকবাল, জনিসহ অনেকে।