“জাসদের
নববর্ষ’র শুভেচ্ছা”
‘২০২১ সাল হোক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের বছর’
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি
এক বিবৃতিতে ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
তারা বলেন,
বৈশ্বিক মহামারি করোনার কারণে বিদায়ী ২০২০ সালে সমগ্র মানব সমাজ চরম বেদনা-কষ্ট-দুঃখ-দুর্দশা-অনিশ্চয়তা-মানবিক সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করেছে।
মহামারী করোনার হিংস্র ছোবলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কোটি কোটি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়েছেন।
কোটি কোটি মানুষকে টেষ্ট ও চিকিৎসার জন্য কষ্টকর ও অমানবিক সংগ্রাম করতে হয়েছেন।
সমগ্র মানব সমাজ সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়ে চরম অনিশ্চয়তা ও সংকটে পতিত হয়েছে।
করোনা সংক্রমণ বিস্তার রোধে লকডাউনে অর্থনীতি-উৎপাদনের চাঁকা বন্ধ হয়ে বাংলাদেশসহ দেশে দেশে কর্মজীবী-শ্রমজীবী-মেহনতি মানুষ তীব্র আর্থিক সংকট, খাদ্য সংকট, মানবিক সংকটে পতিত হয়েছেন।
বাংলাদেশসহ সমগ্র পৃথিবী জুড়ে অসংখ্য শ্রমজীবী-কর্মজীবী মানুষ ছাঁটাই হয়েছেন, চাকুরি হারিয়েছেন, কর্মসংস্থানহীন হয়েছে। নতুন কর্মসংস্থানহীন মানুষ ও বেকারের সংখ্যা বেড়েছে।
কোটি কোটি মানুষ নতুনভাবে দরিদ্র, হতদরিদ্র হয়েছেন। দেশে দেশে রাষ্ট্র ও সরকার চিকিৎসা, খাদ্যসহ সামাজিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে। ২০২০ সাল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে মুক্তবাজার অর্থনীতিতে মানুষের জীবনের কোনো মূল্য নেই।
বিদয়ী ২০২০ সাল মানব সমাজকে জানিয়েছে যে, রাষ্ট্রের সংজ্ঞা পুনঃনির্ধারণ করে রাষ্ট্রকে মানবিক করতে হবে।
বাজারের উপর মানুষের ভাগ্য ছেড়ে না দিয়ে রাষ্ট্রকেই সকল নাগরিকের খাদ্য-চিকিৎসা-শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে। জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ২০২০ সাল সমগ্র মানব সমাজকে একটি শিক্ষা রেখে যাচ্ছে।
আর তা হলো: মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজতন্ত্রের কোনো বিকল্প নেই। তারা বলেন ২০২১ সাল হোক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে সংগ্রামের বছর।