বীর মুক্তিযোদ্ধা নারী আন্দোলনের দিকপাল আয়েশা খানমের মৃত্যুতে জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা ও নারী আন্দোলনের দিকপাল বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধা-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, আয়েশা খানম স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন ও পশ্চাৎপদতার অচলায়ন ভেঙ্গে শোষিত নির্যাতিত নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী হিসাবে আন্দোলন করে নারীদের অধিকার প্রতিষ্ঠায় অনেক মাইলফলক সাফল্য অর্জন করেছেন। তার মৃত্যুতে নারী আন্দোলন ও প্রগতিশীল আন্দোলনে অপূরণীয় শূণ্যতা তৈরি হলো। তারা বলেন, নারী সমাজসহ দেশবাসী চিরদিন কৃতজ্ঞতার সাথে আয়েশা খানমকে স্মরণ করবে।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক,
০১৭১২৬৩৭৪৬৫, ০১৯১১৫৮৫৯৪৫