ক্ষেমিড়দিয়ার ও চন্ডিপুরে ২ জনের অর্থদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চস্বরে ৪ বক্সের সাউন্ড সিস্টেম বাজানো, বাসার লাইন থেকে বিদুৎ দিয়ে সাউন্ড সিস্টেমের সাথে লাইটিং ও সরকারি আদেশ অমান্য করার কারণে ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার মোঃ শরীফুল ইসলাম, পিতা-জামাত আলীকে ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।জরিমানা দন্ড আদায়।
২ নং অভিযানে চন্ডিপুর থেকে শিহাব(২৭) পিতা তাহাজ্জেল সরদার কে একই অপরাধে আটক করা হয় ও অর্থদণ্ড করা হয়।
অভিযান চলমান থাকবে ।