কুষ্টিয়া পৌর নির্বাচনে বর্তমান কাউন্সিলর ওলিউল্লাহ এর (পাঞ্জাবি) মার্কা জনসর্থনে এগিয়ে
সোহেল রানা ঃ-
আসছে ১৬ জানুয়ারী আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচন।
ওই নির্বাচনে ১৭ নং ওয়ার্ড থেকে এবার ৭জন প্রার্থী কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন যথাক্রমে- বর্তমান কাউন্সিলর ওলিউল্লাহ- (পাঞ্জাবি) মার্কা, ২) মানিক শেখ – প্রতিক- উটপাখি,
৩)জাহিদুল ইসলামের প্রতিক গাজর, ৪) অাব্দুল মোমিনের প্রতিক টেবিল ল্যাম্প, ৫) কামরুজ্জামানের প্রতিক পানির বোতল, এছাড়াও অারও দুজন প্রার্থী একজন ব্রিজ ও ডালিম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বি হিসেবে নির্বাচনী মাঠে অবস্থান করছেন।
৫৭৮৯ জন ভোটার অধ্যুষিত এলাকা নিয়ে গঠিত ১৭নং ওয়ার্ড। মোঃ ওলিউল্লাহ্ ১৭নং ওয়ার্ডে গতবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।
একজন কাউন্সিলরের কাছে এলাকার জনগন কি কি প্রত্যাশা করে,এলাকার রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা,জনগনের বিপদ আপদে এগিয়ে আসা, অসহায় দুস্থদের জন্য বিভিন্ন ভাতাদি প্রদান করা ইত্যাদি।
নাগরীক সেবায় তিনি সফল কাউন্সিলর হিসেবে জনতার অাস্থা অর্জনে সক্ষম হয়েছেন। সারা বিশ্ব যখন মহামারী করোনা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন খেটে খাওয়া মানুষ ঠিক তখনি কাউন্সিলর ওলিউল্লাহ সচেতনতা মূলক উপদেশ দিয়েছেন, জীবাণু নাশক ঔষধ ছিটিয়ে বেড়িয়েছেন, করোনা আক্রান্ত বাড়ি করেছেন লজডাউন। নিজ হাতে পৌছে দিয়েছে করোনা আক্রান্ত পরিবারের কাছে খাদ্য সামগ্রী। সার্বিক দিকবিবেচনায় ও সাধারণ ভোটারদের মুখের কথা ও জনমত জরিপে বর্তমান কাউন্সিলর ওলিউল্লাহ দ্বিতীয় বারের মত কাউন্সিলর হতে যাচ্ছেন।
এ বিষয়ে বর্তমান কাউন্সিলর ওলিউল্লাহ বলেন, অামি গতবারের নির্বাচনে জয়লাভ করেছিলাম। মানুষের কল্যাণে কাজ করে গেছি। তাই অামার উপর বাড়তি কোন চাপ নেই। অাশা করছি এবারও বিপুল ভোটে জয়লাভ হবে।