ভেড়ামারা পৌর ৫ নং ওয়ার্ডে নৌকার কান্ডারী মেয়র প্রার্থী আলহাজ্ব শামিমূল ইসলাম ছানার বিশাল নির্বাচনী পথসভা।
আগামী ১৬ জানুয়ারী ভেড়ামারা পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার রাতে পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্দ্যোগে জগৎ জননী মাতৃমন্দিরের সামনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমূল ইসলাম ছানার নৌকা প্রতীকের বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বর্ষীয়ান আওয়ামীলীগনেতা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব কামারুল আরেফিন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহম্মেদ মামুন ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু।
নির্বাচনী পথসভায় অন্যন্যে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর প্যানেল মেয়র ও জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস,ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সহসভাপতি আনোয়ার হোসেন গামা, যুগ্ম সম্পাদক এ্যাডঃ মারুফ বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা পৌর যুবলীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যাবসায়ী আসাদুজ্জামান আসলাম।