মিরপুরের ঐ কুখ্যাত সন্ত্রাসী হত্যাকারী ভেড়ামারার মাটিতে এসে ভোট সেন্টার দখলের হুমকি দিয়ে যাবেন, আমরা শাড়ী আর চুড়ি পরে বসে থাকবো, মুখে লেবুন চুসবো মিয়া এটা ভাবলেন কি করে মিয়া। মুখে লাগাম দিন। আপনাকে সাবধান করে দিলাম।
আপনাকে আগামী ১৬তারিখে পৌরবাসী এর জবাব দিবে …..মেয়র প্রার্থী সোলাইমান চিশতী।
আজ শনিবার সন্ধ্যায় বাসস্ট্যান্ডে এক পথসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ মার্কার কান্ডারী সোলাইমান চিশতী বক্তব্য রাখেন,
তিনি আরও বলেন,
ভেড়ামারার পৌরসভার মা বোন মেয়েদের বিড়ি শ্রমিক বলে হীনমন্যতা কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্য দিয়েছেন, আপনি হত্যাকারী সন্ত্রাসী মামলা আপনার মাথায়, আর আপনি মিরপুর থেকে এসে হুমকি-ধামকি দিবেন পৌরবাসী তা সহ্য করবে ভাবলেন কিভাবে, চুল, দাড়ি পাক ধরেছে তাই মনে করছেন বাহুতে জোর নেই আপনার মত দু’জনকে একসাথে আছাড় মারার জোর আমার রয়েছে। আপনি মিরপুর থেকে এসে ভেড়ামারা পৌরবাসীকে হুমকি-ধামকি দিবেন সাবধান হয়ে যান। আপনি বলেন, ঈগল বাহিনীর কথা এ ঈগল বাহিনী কে সৃষ্টি করেছিলো কারা এদের দিয়ে বাড়ি ভাংচুর করিয়েছিল। সাবধানে কথা বলবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখনই এর ব্যবস্থা নিন নাহলে পৌরবাসী উচিত জবাব দিবে। কোন অঘটন ঘটলে এর দায় দায়িত্ব নিতে হবে।