জনতায় ক্ষমতা, বহিরাগত, ভাড়াটের ব্যবহার আর আচরণ বিধি লংঘন ভোটারদের বিভ্রান্ত করা যাবে না।
আজ টুটুলের ক্ষমতার অংশ জনতার গনজাগরণ দেখলেন। আপনারা কোন ক্ষমতার কথা বলছেন!
বয়স দিয়ে বিবেচনা করবেন না শিক্ষা ও যোগ্যতা বিবেচনা করবেন।
যারা হুমকি দেয়, তারা ভীরু তারা কাপুরুষ, টুটুল কোন হুমকি ধামকি কে ভয় পায় না……
….আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
জনতায় আমার ক্ষমতা এ ক্ষমতা দেখে আপনারা ভয় পাচ্ছেন? আমার লড়াই ত সবে শুরু, সাবধান হয়ে যান, মিথ্যা- বিভ্রান্তিমূলক বক্তব্য দিবেন না।
লোক দেখানো মানবসেবা করে সেবকের স্বীকৃতি আমি নিতে চাই না।
আমি কারো কথায় বিচলিত নয়,
কারণ আমি আশাবাদী।
বিচলিত হয় তারাই, যখন কেউ অসংখ্য অসত্য কথা বলে, সহজ-সরল মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে, অতঃপর মানুষ যখন প্রত্যাখ্যান করে.………মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল।
বিভ্রান্তি ও উস্কানি মূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মশাল মার্কার কান্ডারী মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল কে সাথে নিয়ে আজ শনিবার পৌর নারী সমাজের ভোটাররা মিছিলে মিছিলে রাজপথে নেমে আসে। বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে।
আজকের এই প্রতিবাদে
ফুঁসে উঠে পুরো পৌরবাসী।
উল্লেখ্য
ভেড়ামারা পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দিরের সামনে মেয়র প্রার্থী আলহাজ্ব শামিমূল ইসলাম ছানার পথসভায় বিভ্রান্তি ও উস্কানি মূলক বক্তব্যের প্রেক্ষিতে
মশাল মার্কার সমর্থকরা প্রতিবাদ জানাতে বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলিম স্বপন ও মেয়র প্রার্থী পৌরবাসীর মুক্তির দূত তারুণ্যের মেধাবী সন্তান আনোয়ারুল কবির টুটুলসহ অনেকে।