জাসদ নেতা এসএম আনছার আলীর উপর হামলায়..
৬নং ওয়ার্ডে কলেজ পাড়ায়, মশাল’র বিশাল প্রতিবাদ ও পথসভা।
এ যুদ্ধ ব্যালটের, এ যুদ্ধ লাঠির নয়, এ যূদ্ধ হাতের নয়, ব্যালট থাকতে লাঠি কেন? আসুন, টুটুল কে মশাল মার্কায় ভোট দিয়ে এ যুদ্ধে বিজয়ী হই……..নারীনেত্রী আফরোজা হক রিনা।
আজকের সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সফল তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু’র সহধর্মিণী ও কেন্দ্রীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা বলেন,
দুর্নীতি, দুর্ভোগ, অন্যায়,দূঃশাসন, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে মশালে ভোট দিয়ে প্রতিবাদ করুন।
তিনি আরও বলেন, উচ্ছ্বাস উদ্দীপনা আনান্দ মুখর পরিবেশে ভেড়ামারা পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে,
কিন্তু একটি পক্ষ নির্বাচন কে ঘিরে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে,
আমরা কারও হুমকি ধামকির ভয় পায় না।
কেউ পা বাড়িয়ে আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি করবেন না, তাহলে আমরাও বসে থাকবো না। আসুন আমরা শ্লোগান ধরি
এ যুদ্ধ ব্যালটের এ যুদ্ধ লাঠির নয়, এ যূদ্ধ হাতের নয়, ব্যালট থাকতে লাঠি কেন?
আনোয়ারুল কবির টুটুল কে মশাল মার্কায় ভোট দিয়ে এ যুদ্ধে বিজয়ী হই।
জনতার উপস্থিতির জনস্রত প্রমাণ করে, পৌরবাসী কোন ভয়ে ভীত নয়, ব্যালটই হবে প্রতিবাদের মাধ্যম, ভোটাররা ব্যালট দিয়ে এর জবাব দিবে……….জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন বলেন, সেইদিন কার উস্কানিমূলক বক্তব্যই মশালের উপর হামলার কারণ, শতবাধা, হুমকি ধামকি অপশক্তি প্রয়োগ করেও আজকের এই পুর্ব নিধারিত পথসভায় পৌরসভার ভোটারদের আটকাতে পারেনি, উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে সভায় জনতার উপস্থিতির জনস্রত প্রমাণ করে পৌরবাসী কোন ভয়ে ভীত নয়, ব্যালটই হবে প্রতিবাদের মাধ্যম ব্যালট দিয়ে এর জবাব দিবে।
ভেড়ামারা পৌরসভার মেয়র প্রার্থী তারুণ্যের ব্যক্তিত্ব আনোয়ারুল
কবির টুটুল’র পক্ষে
৬ নং ওয়ার্ডে কলেজ পাড়ার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে মশাল মার্কার বিশাল নির্বাচনী প্রতিবাদ ও পথসভা অনুষ্ঠিত।
মশালের কান্ডারী মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুলের পক্ষে এক বিশাল নির্বাচনী পথসভায় আজ সোমবার বিকালে ভেড়ামারা শহরের কলেজ পাড়ায় জাসদ মনোনিত মেয়র প্রার্থী তারুণ্যের মেধাবী মুখ আনোয়ারুল কবির টুটুলের মশাল মার্কার বিশাল নির্বাচনী প্রতিবাদ ও পথসভা রুপ নেয়,
বিশাল সমাবেশে স্কুলের মাঠ নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ।
বিপুল সংখ্যক পৌর নারীসমাজের অংশগ্রহণে পরিবর্তনের লক্ষ্যে এখন উজ্জীবিত পৌরবাসী।
আজকের এই নির্বাচনী প্রতিবাদ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় নারী জোট’র সভাপতি আফরোজা হক রিনা,
বিশেষ অতিথি ছিলেন,
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সুযোগ্য সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,
অতিথি ছিলেন,
মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল।
নারী নেত্রী আমেনা খানম হীরা, উপজেলা নারী জোটের সভাপতি সাজু আলীম।
ভেড়ামারা পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু’র সভাপতিত্বে ও জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত
৬নং ওয়ার্ডের কলেজ পাড়ার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রতিবাদ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা,
উপজেলা যুবজোট’র সভাপতি চাঁদগ্রাম ইউনিয়ন সফল জনপ্রিয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন,
শ্রমিক নেতা সাইদুর রহমান
সহ জাসদ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু ও পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বকুল।
সভায় জাসদের উপজেলা সাধারণ সম্পাদক এসএম আনছার আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাসদ নেতৃবৃন্দ ও সভার ব্ক্তারা।