শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় নিহত ৬, আহত ৪
এইচ,এম ইমরান :
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে ও গুরুত্বর আহত হয়েছে ৪ জন।
শৈলকুপার মদনডাঙ্গা নামক স্থানে মহাসড়কে সন্ধা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতরা সকলেই নির্মান শ্রমিক বলে জানা গেছে। নিহতদের বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী এলাকায় বলে স্থানীয়রা জানান।
তবে এখন পর্যন্ত হতাহত কারোরই নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে একটি বাড়ীর ছাদ ঢালাই এর কাজ শেষ করে ১০ জন নির্মান শ্রমিক নিজ বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালীর উদ্দেশ্যে নসিমন গাড়ীতে করে ঢালাই ম্যাশিন নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌছলে কুষ্টিয়াগামী সেনা কল্যান সংস্থার একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। সংর্ঘষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গর্তে পড়ে যায়।
আহতদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দূর্ঘটনার কারন হিসেবে খারাপ রাস্তাকেই দায়ী করেছে প্রত্যক্ষতর্শীরা।