মোদের বিদ্যাপিঠে শিক্ষা অভিভাবক’র আগমন
ভেড়ামারা শহরের প্রাণ কেন্দ্রে শান্ত ও মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত প্রতিভা মডেল একাডেমি স্কুল টি কমল মতি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এ স্কুলের সাফল্যের কারণে ইতিমধ্যেই অভিভাবকদের কাছে আস্থার ঠিকানা হিসাবে পরিগণিত হয়েছে।
আজ বুধবার সকালে
২০২১ সালের বই বিতরনের লক্ষে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রতিভা মডেল একাডেমী স্কুল ও এর শাখা স্কুল গুলো পরিদর্শন করেন।
এ সময় তিনি বই বিতরন রেজিস্টার, হাজিরা খাতা ও ভর্তি রেজিস্টারের বিষয়ে খোঁজ খবর নেন। স্বাস্থ্যবিধি মেনে যে সকল অভিভাবক উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনা মুলক জ্ঞানগর্ভ বক্তব্য তুলে ধরেন।
পরিদর্শন শেষে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, ধরমপুর ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন রাখি (সাবেক), মোঃ শফিকুল ইসলাম, মোঃ জুয়েল হোসেন, মোঃ মাছুম হোসেন, শাখা স্কুলের শিক্ষিকা মোছাঃ শেফালী খাতুন ও মোছাঃ দিনা খাতুন।