মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাড়ি প্রদানে
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হওয়ার মধ্যদিয়ে আজ শনিবার সকালে ভেড়ামারায়ও গৃহহীনদের বাড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সেই সাথে প্রত্যেক সুবিধাভোগীর হাতে হাসানুল হক ইনু এমপি মহোদয়ের পক্ষ থেকে শাড়ি ও জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কম্বল এবং জমির মালিকানা দলিল ও নামজারির কাগজপত্র তুলে দেয়া হয় গৃহহীনদের হাতে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ডিডি এলজি) মৃণাল কান্তি দে, উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, নবনির্বাচিত পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুলসহ অনেকে।