কুষ্টিয়ার দৌলতপুরে আল সালেহ লাইফ লাইন এর উদ্যোগে শীতবস্ত্র, বিতরণ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। দৌলতপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও আল-সালেহ লাইফ লাইনের পরিচালক মোঃ হুমায়ূন কবির ও প্রজেক্ট ম্যানেজার মামুনুর রশিদ এর উদ্যোগে হতদরিদ্র এর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে
(২৩ জানুয়ারি শনিবার) বেলা ১১ টার সময় দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামে অবস্থিত এ এল এল সি ব্রিকস মাঠে আল-সালেহ লাইফ লাইনের পরিচালক মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে সুবিধা বঞ্চিত অসহাদের মাঝে প্রায় ৩৬০০শ শীত বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীত বস্ত্র বিতরন অনুস্ঠানে প্রায় ৩৬০০শ শীতার্ত ও গরীব অসহাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।