গরীব দুঃখী’র সারথি দলের দীর্ঘদিনের পরিক্ষীত সৈনিক আনোয়ারুল ইসলাম বকুল কেই নৌকার কান্ডারী হিসেবে চাই ২নং বহলবাড়িয়া ইউপিবাসী।
কুষ্টিয়া মিরপুর উপজেলার ২নং বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে, গণসংযোগ, মতবিনিময়ের পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছাসহ উঠান বৈঠক করছেন, অকুতোভয় মুজিব সৈনিক, সোনার বাংলা গড়ার পথনির্দেশক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহদয়ের একজন বলিষ্ঠ কারিগর, বহলবাড়িয়া ইউনিয়নবাসীর গর্ব, অসহায়, গরীব দুঃখী মানুষের সারথী, দলের জন্য নিবেদিত প্রাণ, মানুষের কল্যাণে আত্মপ্রাণ যার চরিত্র! দলের হয়ে, করেছেন লড়াই, সংগ্রাম, আন্দোলন।
সকল স্তরের মানুষের বন্ধু হয়ে পাশে থেকে সেবা, সহায়তা, সহযোগিতা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে চলেছেন অবিরত!
সকলের পরিচিত মুখ ভেড়ামারা ডিগ্রি কলেজ শাখার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ পরবর্তীতে অত্র ডিগ্রি কলেজর ছাত্র সংসদে প্রোভিপি পদে নির্বাচন করেছিলেন, মিরপুর উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ারুল ইসলাম বকুল আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী।
তিনি অত্র ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
দলের দীর্ঘদিনের পরিক্ষীত,যোগ্য, মুজিব সৈনিক ও ঘরের ছেলে আনোয়ারুল ইসলাম বকুল কে চেয়ারম্যান প্রার্থী হিসাবেই ২নং বহলবাড়িয়াবাসী দেখতে চাই।