“বহলবাড়িয়ায় বকুলের প্রতি দলীয় ও জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে”
আসন্ন ইউপি নির্বাচনে
বহুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বকুলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
কুষ্টিয়ার মিরপুর বহলবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামে বহুলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্যাশী বকুলের নির্বাচনী উঠান বৈঠক আজ বুধবার রাত সাড়ে ৮ টায় আবদুল করিম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
বহুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, তারুণ্যময় ব্যক্তিত্ব, সাবেক তুখোড় ছাত্র নেতা আনোয়ারুল ইসলাম বকুল।
আরো বক্তব্য রাখেন,
সিরাজুল প্রামানিক,
রবি প্রামানিক,
সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা মিজানুল হক মজনু,
বীর মুক্তিযোদ্ধা খেদ আলী,
মকলেছুর রহমান মালিথা, বোলন সর্দার,
সেলিম সর্দার,
রাহাত বিশ্বাস,
বালা বিশ্বাস,
আতিয়ার সর্দার,
লোকমান সর্দার সহ অনেকে।
আলোচনা সভায় উপস্থিত সকলেই উন্নয়ন সুশাসন শান্তিপুর্ন একটি মডেল ইউনিয়ন গড়ার জন্য যোগ্য দক্ষ কারিগর অকুতোভয় মুজিব সৈনিক আনোয়ারুল ইসলাম বকুলকে সমর্থন দিয়ে তার পাশে থেকে নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করবে বলে মত প্রদান করেন।
বক্তারা আনোয়ারুল ইসলাম বকুলকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন।