কুমারখালীতে ৯ কোটি টাকার ব্রিজ উদ্বোধন করলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি
মোঃ সবুজ হোসেন ঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের আনন্দনগর থেকে ঠাকুরবাড়িয়া সড়কে চুক্তিমূল্যের পাঁচ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১৬৫০ মিটার চেইনেজে ডাকুয়া নদীর উপর ৮১ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ ও পূর্বাশা ক্লাব থেকে বেলতলা বাজার সড়কের ডাকুয়া নদীর উপর চার কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১১২৫ মিটার চেইনেজ ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গত (০১ ফেব্রুয়ারি ২০২১) সোমববার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।এসময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল আলম, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম টিপু মিয়া ও সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দুইটি ব্রিজ উদ্বোধন শেষে পান্টি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশ আয়োজন করা হয়।