” জুনিয়াদহ ও মোকারিমপুর ইউনিয়নে জাসদের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান ও বেনজীর আহমেদ”
আসন্ন ইউপি নির্বাচনে জুনিয়াদহ ও মোকারিমপুর ইউনিয়নে জাসদের দলীয় মনোনয়ন পেলেন সাবেক শাহজাহান আলী ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বেনু।
উপজেলা জাসদ কার্যালয়ে আলোচনা সভায় তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন পেয়ে মোকারিমপুর ইউনিয়ন জাসদ’র সহসভাপতি সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বেনু কে ও জুনিয়াদহ ইউনিয়ন’র সাধারণ সম্পাদক শাহজাহান আলী কে চেয়ারম্যান প্রার্থী
হিসেবে মনোনিত করেন।
আজ সোমবার আলোচনা সভায় মনোনয়ন বোর্ডের প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসদের সফল সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জননায়ক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবজোট’র সহ সভাপতি ও ভেড়ামারা পৌরসভার নবনির্বাচিত মেয়র আনোয়ারুল কবিরটুটুল
এসময় মোকারিমপুর ইউনিয়ন জাসদের নেতৃবৃন্দরসহ উপস্থিত ছিলেন,
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ সিংহ রায়, জেলা জাসদের কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোস্তফা বকুল।